বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের রাজনৈতিক কাঠামো বিনষ্ট হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে। মানুষ দুর্বিষহ জীবন-যাপন করছে। মূলত দেশে একটা দুঃসময় চলছে। তিনি বলেন, সরকার বিএনপির সমাবেশ পণ্ড করতে মানুষকে জিম্মি করছে। পুলিশ ও গুণ্ডা বাহিনী দিয়ে হামলা করছে। কিন্তু কোনো বাধাই আর কাজে আসবে না।
সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষ্যে শুক্রবার রাতে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রহ: মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, অর্থনীতি প্রায় ধ্বংসের পথে। আপনারা দেখেছেন যে রিজার্ভ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। ব্যাংকিং সেক্টরে সমস্যা হচ্ছে। সামগ্রিক অর্থে বাংলাদেশে একটি দু:সময় চলছে। এ সবকিছুর জন্য দায়ী বর্তমান সরকার।
তিনি আরও বলেন, বিএনপির সমাবেশগুলোতে মানুষের যে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে তাতে মনে হচ্ছে যে কোনো মূল্যে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা, সংসদ ভেঙে দেওয়া, অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এখন এক দাবিতে পরিণত হয়েছে। মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কাছে কোনো নির্যাতন, কোনো ফ্যাসিবাদ কোনো কর্তৃত্ববাদ টিকে থাকবে না। জনগণের বিজয় অবশ্যই হবে।
এর আগে মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান হোসেন চৌধুরীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। এর পর মির্জা ফখরুল সমাবেশস্থলের প্রস্তুতি দেখতে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে যান। এসময় তিনি মাঠে থাকা দলীয় নেতাকর্মীদের অনুপ্রাণিত করেন এবং সবার উদ্দেশে হাত উঁচু করে অভিবাদন জানান।