রাজধানীতে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। দলটির এই কর্মসূচি ঘিরে মোড়ে মোড়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক দৃষ্টি রাখছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানী গাবতলী থেকে বিএনপির শোভাযাত্রা শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলার কথা রয়েছে। এর মধ্যে সকালে মিরপুর বাঙলা কলেজের সামনে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বেড়েছে। মিরপুর ১০ নম্বর, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণিসহ বিভিন্ন মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, বিএনপির পাল্টা কর্মসূচি হিসেবে বিকেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মসূচিও রয়েছে। এই অবস্থায় কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য তারা সতর্ক রয়েছেন। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করছেন বলে জানান পুলিশ সদস্যরা।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে দেখা যায়, বিপুলসংখ্যক পুলিশ সদস্য সেখানে অবস্থান করছেন। প্রস্তুত রয়েছে জলকামান, প্রিজন ভ্যান, সাঁজোয়া যান। বিজয় সরণি এলাকাতেও পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সেখানেও প্রস্তুত রয়েছে জলকামান, প্রিজন ভ্যান, সাঁজোয়া যান।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদস্য জানান, মিরপুরে সংঘর্ষ হওয়ার পর তারা আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কড়া অবস্থানে থাকতে নির্দেশ দিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন ঢাকা মেইলকে বলেন, বিএনপি রাজধানীতে পথযাত্রা করছে। এছাড়া আওয়ামী লীগেরও শোভাযাত্রা রয়েছে। দুটি দলের এই কর্মসূচি ঘিরে জনসাধারণের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই কর্মকর্তা বলেন, এসব কর্মসূচিতে সাদা পোশাকে গোয়েন্দা বিভাগের সদস্যরা রয়েছেন। তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। কর্মসূচিতে কেউ নাশকতার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।