আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির পক্ষ থেকে গণতন্ত্রের কথা বলা হয়। যাদের জন্মটাই অগণতান্ত্রিকভাবে, ক্যান্টনমেন্টের মধ্যে তারা আবার গণতন্ত্রের কথা বলে। বিএনপি যখন গণতন্ত্রের কথা বলে তখন মানুষও হাসে, প্রকৃতির জীবজন্তুও হাসে।
সোমবার (১৫ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, স্বাধীনতার সুর্বণ জয়ন্তী এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ৫০ বছর পূর্তিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘মুক্তির ডাক’ গ্রন্থের বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আশা করেছিলাম, বিএনপি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ১৭ মার্চ পালন করবে। কিন্তু তারা ১৭ মার্চ পালন করে না, ভুয়া জন্মদিন পালন করে। ১৫ আগস্ট যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সেদিন তারা ভুয়া জন্মদিন পালন করে।
তিনি বলেন, আমি আশা করেছিলাম যে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে, স্বাধীনতার ৫০ বছরে এসে বিএনপি অতীতের ভুল স্বীকার করবে। এতদিন যেহেতু ১৫ আগস্ট কেক কেটেছে, ভুয়া জন্মদিন পালন করেছে, তারা জাতির কাছে ক্ষমা চাইবে। তারা সেই সুযোগটি নিতে ব্যর্থ হয়েছে।
অনুষ্ঠানে ৭ মার্চসহ স্বাধীনতার সময়ে বঙ্গবন্ধুর বিভিন্ন ভাষণ দেওয়ার ছবি ও তথ্য তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।