সিলেটের জকিগঞ্জে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোষিত ফলে বারহাল ইউপিতে জামায়াত ঘরানার স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোস্তাক আহমদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী বুরহান উদ্দিন রনি। বারহাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী পেয়েছেন ৪ হাজার ১০৫ ভোট। তার নিকটতম বিএনপি চেয়ারম্যান প্রার্থী রহান উদ্দিন রনি পেয়েছেন ৩ হাজার ৫৪২ ভোট।
বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণের পর থেকে টান টান উত্তেজনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়। রাত ১১টায় উপজেলা কন্ট্রোলরুম থেকে ফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফলে আরও দেখা যায়, আওয়ামী লীগের মনজুরুল হামিদ চৌধুরী পেয়েছেন ২ হাজার ২৮৭, মো. আব্দুছ ছবুর চৌধুরী (টেবিল ফ্যান) স্বতন্ত্র প্রার্থী ১৫৪, ইসলামী আন্দোলনের মো. জিয়াউর রহমান (হাতপাখা) চৌধুরী ৩৩৩, মো. মুক্তাউর রহমান চৌধুরী (চশমা) স্বতন্ত্র প্রার্থী ২ হাজার ৬৬ ও স্বতস্ত্র প্রার্থী সুমন আহমেদ চৌধুরী (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ৮৯৫ ভোট।
এদিকে চেয়ারম্যান পদে উপজেলার চার ইউপিতে আওয়ামী লীগ, দুটিতে স্বতন্ত্র ও দুটিতে আওয়ামী লীগ বিদ্রোহী বিজয়ী হয়েছেন। তবে কাজলসার ইউপি থেকে নৌকায় সিল মারা ব্যালেটসহ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকীবকে ও রিটার্নিং কর্মকর্তা আরিফুল ইসলামকে গ্রেফতারের ঘটনায় কাজলসার ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে। এর মধ্যে সুলতানপুর ইউপির গণিপুর ভোটকেন্দ্রে ব্যালেট পেপার ছিনতাইয়ের ঘটনায় ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
উপজেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে, পরবর্তী সময় কাজলসার ইউপিতে ও সুলতানপুর ইউপির গণিপুর কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এদিকে বিরশ্রী ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি ঘরানো স্বতন্ত্র প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী পানু, খলাছড়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির নেতা আব্দুল হক বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী ছিলেন আওয়ামী লীগ প্রার্থী কবির আহমদ।
জকিগঞ্জ সদর ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী মাওলানা আফতাব আহমদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী হাসান আহমদ। সুলতানপুর ইউপির একটি ভোট সেন্টারের ফল স্থগিত রয়েছে। স্থগিত কেন্দ্রে মোট ১ হাজার ৮৪১ ভোট। আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম ৯ ভোটকেন্দ্রে ৩ হাজার ৮১৫ ভোট ও বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী ২ হাজার ৯৯০ ভোট পেয়েছেন।
বারঠাকুরী ইউপিতে এ নিয়ে টানা তিনবারের বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মহসিন মর্তুজা চৌধুরী টিপু, তার নিকটতম ছিলেন বিএনপি ঘরানার নাসির উদ্দিন নসির। কসকনকপুর ইউপিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র আলতাফ লস্কর। তার নিকটতম ছিলেন আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ। মানিকপুর ইউপিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আবু জাফর মো. রায়হান। তার নিকটতম প্রার্থী ছিলেন বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল।