এক যুগেরও বেশি সময় পর ১২ জুলাইয়ের সমাবেশ ঘিরে রাজধানীর অলিতে-গলিতে মাইকিং করে বিএনপি। এতে দলটির নেতাকর্মীরা বেশ উজ্জীবিত হন। তবে কর্মসূচি ঘিরে এভাবে মাইকিং করতে বাধা এলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে। নগর পুলিশ বিএনপিকে মাইকিং থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
রোববার (১৬ জুলাই) এক অফিস আদেশে বিএনপিকে বিষয়টি জানানো হয় বলে নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।
জনসাধারণের বিরক্তি এবং শব্দদূষণ রোধে মাইকিং করা থেকে বিরত থাকতে বিএনপিকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানায়, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু মাইকিংয়ের জন্য একটি আবেদন করেন। তাতে তিনি দক্ষিণ সিটিতে ১৬ ও ১৭ জুলাই মাইকিংয়ের অনুমতি চান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপি তাদের মাইকিং করা থেকে বিরত থাকতে বলেছে।
নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণের ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে। এজন্য মাইকিং থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।