করোনায় আক্রান্ত অভিনেতা আবুল হায়াত। শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাকে রাজধানীর এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বর্তমানে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। এজন্য তাকে বাসায় নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘সবার দোয়ায় এখন অনেকটা ভালো আছি। চিকিৎসা শেষ হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সবাইকে ধন্যবাদ নিয়মিত আমার খোঁজ রাখার জন্য।’
বাসায় ফেরার সময় আবুল হায়াতকে প্রয়োজনীয় সব ঔষধ দেওয়া হয়েছে। বাসায় সেগুলো সময় মতো খাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। এছাড়া তাকে বাড়িতে আইসোলেটেড থাকতে বলা হয়েছে। দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। আবুল হায়াতের ছোট মেয়ে নাতাশা হায়াত আরও জানান, এখনও তার করোনা পজিটিভ রয়েছে। তবে শারীরিক কোনও সমস্যা নেই। চিকিৎসকরা বলেছেন, কয়েকদিনের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। আর এখন বাসায় তাকে আইসোলেশনে থাকতে হবে।
৩১ মার্চ (বুধবার) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবুল হায়াতকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাকে দুই দফায় প্লাজমা দেওয়া হয়। উল্লেখ্য, দেশে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই স্রোত বয়ে যাচ্ছে শোবিজ অঙ্গনেও। গত কয়েকদিনে অনেক তারকার কোভিড পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এমন সংবাদের শিরোনামে প্রায় প্রতিদিন উঠে আসছেন কেউ।