চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়ালের প্রতিপক্ষ অ্যাতলেতিকো। নগর প্রতিদ্বন্দ্বী এ দুই দল আগামীকাল মঙ্গলবার মাঠে নামবে প্রথম লেগের ম্যাচে। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দুই দলের ম্যাচটি বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে।
এদিকে অ্যাতলেতিকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের রেকর্ড দুর্দান্ত। ২০১৪ ও ২০১৬ সালের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল রিয়াল। এছাড়া ২০১৫ সালে কোয়ার্টার-ফাইনাল ও ২০১৭ সালে সেমি-ফাইনালে অ্যাতলেতিকোকে বিদায় করে পরের রাউন্ডে গিয়েছিল লস ব্লাঙ্কোসরা।
এদিকে অ্যাতলেতিকোর বিপক্ষে রেকর্ড বেশ ভালো হলেও এবারের লড়াইয়ের আগে লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নিজেদের ঘরের মাঠেও অ্যাতলেতিকোর বিপক্ষে বড় জয়ের সম্ভাবনা নেই। শেষ ষোলোর ফয়সালা দ্বিতীয় লেগের ম্যাচেই হবে বলেও মনে করেন তিনি।
প্রথম লেগ বড় ব্যবধানে জিতে রিয়াল এগিয়ে থাকতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, “আমরা তা মনে করি না। এটা অসম্ভব। লড়াইটা কঠিন হবে এবং দ্বিতীয় লেগেই সবকিছু ফয়সালা হবে। আগামীকালের (মঙ্গলবার) লক্ষ্য ভালো খেলা এবং এগিয়ে যাওয়া। ম্যাচটি হবে সমানে-সমান এবং প্রতিদ্বন্দ্বিতামূলক। আগামীকাল (মঙ্গলবার) আমরা বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার কথা ভাবতে পারি না। প্রতিপক্ষ শক্তিশালী।”
রিয়াল চেনা ছন্দেই ম্যাচটি খেলবে জানিয়ে আনচেলত্তি আরও বলেন, “দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে পার্থক্য আমাদের বিবেচনা করতে হবে। আতলেতিকো অনেক বেশি পাল্টা-আক্রমণ করতে পারে। কিন্তু আমি আমাদের ধরন, মানসিকতা পরিবর্তন করতে চাই না।”