বাবর আজমের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল নিউজিল্যান্ড। দলের জয়ের দিনে বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তান অধিনায়ক। একমাত্র অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনটি সেঞ্চুরির মালিক এখন বাবর। দুইটি করে সেঞ্চুরি নিয়ে এতদিন বাবরের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন ভারতের রোহিত শর্মা ও সুইজারল্যান্ডের ফাহিম নাজির।
এদিকে বাবর আজমের সেঞ্চুরির বিশ্বরেকর্ডের রাতে কিউইদের বিপক্ষে ৩৮ রানের জয় পেয়েছে পাকিস্তান। বাবরের অপরাজিত ১০১ ও মোহাম্মদ রিজওয়ানের ৫০ রানে ভর করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তুলতে সক্ষম হয়। ১৯৩ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৫৪ রানে। ফলে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান জয় পায় ৩৮ রানে। এতে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন নম্বর সেঞ্চুরির সুবাদে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন বাবর আজম। ক্যারীবিয় ব্যাটিং দানব ক্রিস গেইলের ২২ সেঞ্চুরির পর বাবরের ৯ সেঞ্চুরিই বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ।
এর আগে লাহোরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৯২ রান করে পাকিস্তান। রিজওয়ান ও বাবরের উদ্বোধনী জুটি থেকে আসে ৯৯ রান। ৩৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫০ রান করে ম্যাট হেনরির শিকার হয়ে রিজওয়ান সাজঘরে ফিরলেও উইকেটের একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন বাবর। ইনিংসের শেষ বলে চার মেরে সেঞ্চুরি করেন তিনি। তাকে সঙ্গ দেন ১৯ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলা ইফতিখার আহমেদ। কিউইদের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নেন হেনরি।
এরপর ১৯৩ রানের লক্ষ্যে নেমে খুব একটা ভালো শুরু পায়নি নিউজিল্যান্ড। ধারাবাহিক বিরতিতে উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে তাদের ইনিংস। ৪০ বলে চারটি করে চার ও ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন চাপম্যান। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন হারিস রউফ। একটি করে উইকেট নেন শাদাব খান, ইমাদ ওয়াসিম ও জামান খান।