আগেও ফিফা বারবার বলেছিল কমিটি ছোট করো। এত বড় কমিটি রাখার প্রয়োজন নেই। এবার সেই পুরোনো কথাটি ফিফা হতে নতুন করে এসেছে। এ নিয়ে আজ দুপুরে নির্বাহী কমিটির সভা। ফিফা বলছে বাফুফের ২১ জনের কমিটি কমিয়ে আনতে হবে। সংখ্যাটা কত হবে সেটি উল্লেখ আছে কি না, সে কথা প্রকাশ করেনি বাফুফে। বাফুফের সদস্য জাকির হোসেন চৌধুরী জানিয়েছেন তারা আজ সভায় বসবেন একটা চিঠি এসেছে ফিফা হতে।
কমিটি কমানোর ব্যপারে, কাউন্সিলর সংখ্যা কমিয়ে আনতে। এটি নিয়েই সভা।’ আরো একটি বিষয় বলেছে ফিফা তৃতীয়, দ্বিতীয় এবং পাইওনিয়র ফুটবল লিগ হতে যে কোনো একটি বাদ দিতে হবে।’ জাকির হোসেন বলেন, ‘নির্বাহী কমিটির সভায় আলোচনা হবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে অতিরিক্ত সাধারণ সভার মাধ্যমে।’