কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার পেছনে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রব্যমূল্য স্থিতিশীল ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট দফতরে নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বুধবার (২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যে বিশ্বব্যাপী যে সংকট সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় সরকার প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী। সম্ভাব্য মন্দার প্রভাব যেন বাংলাদেশে না পড়ে সে ব্যাপারেও সরকার কাজ করছে বলে জানান তিনি।
দেশের সংকটকালে বিরোধীরা কোনো ভূমিকা রাখে না এমন অভিযোগ করে শেখ হাসিনা বলেন, দেশে যখন সংকট চলে তখন বিরোধীদের মধ্যে কোনো উদ্বেগ দেখি না। বরং রাজনৈতিকভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করে। কাউকে এক মুঠো চাল দিয়ে সহায়তা করে না।
বিদেশে কিছু প্রবাসী বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের পেছনে কাজ করছে জানিয়ে সরকারপ্রধান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী/অভিবাসী বাংলাদেশি ব্যক্তিরা সংশ্লিষ্ট দেশে তাদের মেধা, শিক্ষা ও কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর পাশাপাশি স্বাগতিক দেশে তাদের ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের নাম ও ভাবমূর্তি উজ্জ্বল করেন। স্বাগতিক দেশে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণেও তারা অনেক সময় ভূমিকা রাখতে পারেন। দুঃখজনক হচ্ছে, ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি প্রবাসী/অভিবাসী বাংলাদেশিদের মধ্যে কিছু লোক দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশ এবং সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায় লিপ্ত হন।
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা, উস্কানিমূলক ও সম্পূর্ণ বানোয়াট বক্তব্য প্রদানকারীদের আইনের আওতায় এনে শাস্তির এবং বিচারের মুখোমুখি করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।