রাশিয়ার বিরুদ্ধে অবরুদ্ধ বাখমুত শহরে ফসফরাস বোমা হামলা চালানোর অভিযোগ করেছে ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনীর প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা যায়, বাখমুতে আগুন জ্বলছে। এর ফলে শহরের ওপর সাদা ফসফরাস বৃষ্টির মতোও দেখা যায়।
শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাদা ফসফরাস বোমার ব্যবহার নিষিদ্ধ নয়। তবে বেসামরিক এলাকায় এই বোমার ব্যবহারকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।
ফসফরাস বোমাবর্ষণের ফলে দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ে, যা নিভিয়ে ফেলা অত্যন্ত কঠিন। এর আগেও রাশিয়ার বিরুদ্ধে এই বোমা ব্যবহারের অভিযোগ উঠেছিল।
বাখমুতের কৌশলগত মূল্য নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও গত কয়েক মাস ধরে শহরটি দখলে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া। বাখমুতে লড়াইয়ে মস্কোর হাজার হাজার সৈন্য মারা গেছেন বলে পশ্চিমরা কর্মকর্তারা ধারণা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অগ্নিসংযোগকারী গোলাবারুদের পাশাপাশি ফসফরাস হামলার লক্ষ্যবস্তু হয়েছে বাখমুতের অদখলকৃত এলাকা।
কিয়েভের বিশেষ বাহিনীর কমান্ড বলেছে, মস্কোর বাহিনী ‘শহর ধ্বংস’ অব্যাহত রেখেছে।
তবে বাখমুতে রাশিয়ার সামরিক বাহিনী ঠিক কখন ফসফরাস হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। কিন্তু ইউক্রেনের শেয়ার করা ফুটেজে বাখমুতের সুউচ্চ ভবনগুলোতে আগুনে জ্বলতে দেখা গেছে। আর এই ভিডিও ফুটেজ ইউক্রেনের সামরিক বাহিনী নজরদারি ড্রোন থেকে ধারণ করেছে বলে মনে করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা অন্যান্য ভিডিওতে দেখা যায়, মাটিতে আগুন জ্বলছে এবং ফসফরাসের সাদা মেঘ রাতের আকাশকে আলোকিত করছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পোস্ট করা ভিডিওটি বিশ্লেষণ করেছে বিবিসি। ফুটেজটি বাখমুত শহরের কেন্দ্রস্থলের ঠিক পশ্চিমে এবং একটি শিশু হাসপাতালের কাছাকাছি এলাকায় ধারণ করা। বিশ্লেষণে বাখমুত হামলায় অগ্নিসংযোগকারী গোলাবারুদের ব্যবহার করা হয়েছিল বলে নিশ্চিত হয়েছে ব্রিটিশ এই সংবাদমাধ্যম। তবে সেখানে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
গত বছর ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে কয়েকবার সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ তুলেছে কিয়েভ। এমনকি যুদ্ধের একেবারে শুরুর দিকে মারিউপোল অবরোধের সময় রাশিয়া প্রথম এই বোমা ব্যবহার করে বলে অভিযোগ করেছিল ইউক্রেন।
মস্কো কখনই প্রকাশ্যে সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ স্বীকার করেনি। গত বছর ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ জোর দিয়ে বলেছিলেন, রাশিয়া কখনই আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছিলেন, রাশিয়া ফসফরাস বোমার ব্যবহার করছে।
ফসফরাস বোমার মাধ্যমে এক ধরনের রাসায়নিক পাউডার ছড়িয়ে দেওয়া হয়, যা অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে এবং ভয়াবহভাবে পুড়িয়ে দেয়।