বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার শতকরা ৬৪ দশমিক ৯৯।
সোমবার (৭ আগস্ট) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাউবির এসএসসি-২০২৩ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩৯ হাজার ৭২৫ জন। এ পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে ৩৭ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ২১ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৪ হাজার ১৯০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
শিক্ষার্থীদের মধ্যে ১৮ জন এ প্লাস, এক হাজার ৮৫৯ জন এ গ্রেড, চার হাজার ২৯৯ জন এ মাইনাস, চার হাজার ৭৬১ জন বি গ্রেড, তিন হাজার ১১৭ জন সি গ্রেড এবং ১২৫ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে আট হাজার ৪৩০ জন ছাত্র এবং পাঁচ হাজার ৭৬০ জন ছাত্রী।
ফলাফলের বিস্তারিত জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েসবাইটে।