আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই বহুল কাঙ্ক্ষিত বৈঠকে বসতে যাচ্ছেন মর্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই নেতার শীর্ষ এ বৈঠকের ওপর আন্তর্জাতিক রাজনীতির পরবর্তী দিনগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে। ইতোমধ্যে পুতিন এই বৈঠক ঘিরে বক্তব্য দিয়েছেন। বলেছেন, নাভালনি জীবিত অবস্থায় কারাগার থেকে বের হতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই তার কাছে। বাইডেনও বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো সম্মেলনে অংশ নিয়ে এই ইস্যুতে কথা বলেন। তিনি পুতিনকে যোগ্য প্রতিপক্ষ বলে আখ্যা দেন। তবে রাশিয়া মানবাধিকারে বিশ্বাস করে না, নাভালনি ইস্যু যার প্রমাণ এমন কথাও ছুড়েছেন এই ডেমোক্র্যাট নেতা।বাইডেন বলেন, মস্কোকে সহযোগিতার পথ বেছে নিতে হবে। তারা সেটি বেছে নেবে কিনা সেটিই এখন দেখার বিষয়। এদিকে ন্যাটো জোটের নেতাদের সঙ্গেও তিনি এ বিষয়টি নিয়ে কথা বলেছেন। তারাও বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তাও তুলে ধরবেন বাইডেন। সুইজারল্যান্ডের জেনেভায় বুধবার দুই প্রেসিডেন্টের বৈঠক। নাভালনি ইস্যু ছাড়াও, ইউক্রেইন ইস্যু, সাইবার হামলা ও রাশিয়ার নতুন পারমানবিক অস্ত্র মোতায়েনের পদক্ষেপ নিয়ে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন দুই পরমাণু শক্তিধর দেশের প্রেসিডেন্ট।