দশ বছর পর প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। মাঝে বেশ কয়েকবার বাংলাদেশে এলেও পূর্ণাঙ্গ সিরিজ খেলা হয়নি। যেখানে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ২-১ ব্যবধানে জয় পেয়েছে লঙ্কানরা। এবার ওয়ানডে সিরিজের পালা। ১৩ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
আর লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে প্রতিটি ওয়ানডে ম্যাচ।
ম্যাচের টিকিট সাগরিকা টিকেট কাউন্টার এবং এম এ আজিজ স্টেডিয়াম টিকেট কাউন্টার থেকে কিনতে পারবে দর্শকরা। সকাল ৯ টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত। আগামী ১২ তারিখে পাওয়া যাবে প্রথম ম্যাচের টিকিট। ম্যাচের দিনেও ক্রিকেট কাটতে পারবে ক্রিকেট অনুরাগীরা। বাকি দুই ম্যাচের টিকিট সংগ্রহ করা যাবে ম্যাচের একদিন আগে।
সিরিজের তিনটি ম্যাচই গড়াবে চট্টগ্রামে। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে মার্চের ১৫ ও ১৮ তারিখ। প্রথম দুটি ম্যাচ গড়াবে দুপুর দুইটায়। শেষ ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়।
টিকিটের মূল্য
গ্র্যান্ড স্ট্যান্ড – ১৫০০
রুফ টপ হসপিটালিটি – ১৫০০
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড – ১০০০
ক্লাব হাউজ – ৫০০
ইস্টার্ন স্ট্যান্ড – ৩০০
ওয়েস্টার্ন স্ট্যান্ড – ২০০