মাত্র একদিনের ব্যবধানে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে। শনাক্তের সংখ্যাও ৯ হাজার পেরিয়েছে যা, সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় দেশে সোমবার (৫ জুলাই) করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৪ জন।
গতকাল রবিবার মৃত্যুর এই সংখ্যা ছিল ১৫৩। এছাড়া শনিবার মৃতের এই সংখ্যা ছিল ১৩৪। সর্বোচ্চ মৃত্যু আজও খুলনায়। আর অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৪ হাজার ২ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৯ হাজার ৯৬৪ জন। শনাক্তের হার বেড়ে ২৯ দশমিক ৩০ শতাংশ। গতকাল, রবিবার শনাক্তের এই হার ছিল ২৮.৯৯, শনিবার ২৭.৩৯।
এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ১৫ হাজার ২২৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।
- ২৪ ঘণ্টায় মৃত্যু : ১৬৪
- মোট মৃত্যু: ১৫ হাজার ২২৯
- শনাক্ত : ৯,৯৬৪
- মোট শনাক্ত: ৯ লাখ ৫৪ হাজার ৮৮১
- নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৩৪ হাজার ২
- শনাক্তের হার: ২৯.৩০ শতাংশ
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ১২৩ জন এবং ২৫ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ১৫ জনের মৃত্যু হয়েছে বাসায় এবং বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন ১।
মৃতদের মধ্যে ৪০ জন ঢাকার, ১৮ জন চট্টগ্রামে, রাজশাহীতে ১৬, খুলনায় ৫৫, ৮ জন সিলেটে, ৯ জন বরিশালে, রংপুরের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ২ জন।
ঢাকা: ৪০
চট্টগ্রাম: ১৮
রাজশাহী: ১৬
খুলনা: ৫৫
রংপুর: ১৬
বরিশাল: ৯
সিলেট: ৮
ময়মনসিংহ: ২
গেলো ২৪ ঘণ্টাতেও বরাবরের মতো নারীর তুলনায় বেশি মারা গেছেন পুরুষ।
পুরুষ: ১০৯
নারী: ৫৫
বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ৮৩ জন ষাটোর্ধ্ব, ৪৭ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আরও ১৮ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে এবং ১২ জনের বয়স ৩১-৪০ এর মধ্যে। এছাড়া ২১-৩০ জনের মধ্যে চারজনের বয়স। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন।