বিশ্বকাপে গতকাল নিজেদের টানা চতুর্থ হার দেখেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে হেরেছে ১৪৯ রানের বিশাল ব্যবধানে। প্রোটিয়ায়দের বিপক্ষে এমন হারের ফলে টাইগারদের সেমিফাইনালে ওঠার স্বপ্ন ধাক্কা খেয়েছে। এদিকে লাল-সবুজ দলের এমন হারের পর বাংলাদেশ দল নিয়ে পাকিস্তানি টেলিভিশন চ্যানেল ‘এ’ স্পোর্টসের এক অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দেশটির সাবেক ক্রিকেটাররা।
দক্ষিণ আফ্রিকার কাছে গতকাল বিশাল ব্যবধানে টাইগারদের হারের পর সাবেক পাকিস্তান ক্রিকেটার মঈন খান বলেন, ‘দেখে তো মনে হচ্ছে এখান (লিগ পর্ব) থেকেই বিদায় নেবে। তবে সেরা আটের মধ্যে থাকা নিয়েও ভাবতে হবে। ব্যাটসম্যানদের জায়গা তৈরি করতে হবে। নতুন ব্যাটসম্যানদের স্থায়ী করতে হবে। আবার তামিমের মতো পুরোনো ক্রিকেটারও আছে, নির্বাচকেরা যদি মনে করেন তার মধ্যে এখনো ক্রিকেট বাকি আছে, তবে দলে নিয়ে আসতে হবে। এমন খেলোয়াড় আনতে হবে, যারা ম্যাচ জেতাতে পারবে।’
এদিকে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলেছেন মিসবাহ উল হক। তিনি বলেন, ‘৭ নম্বরে মাহমুদউল্লাহ ব্যাটিংয়ে নামার আগেই ম্যাচ প্রায় শেষ হয়ে যায়।’
এদিকে মঈন-মিসবাহর সঙ্গে এদিন আলোচক হিসেবে ছিলেন ওয়াসিম আকরামও। তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো বলছে, কোচ, অধিনায়ক ও তামিমের মধ্যে সমস্যা চলছে। সে জন্য তাকে বাদ দেওয়া হয়েছে। সে জন্যও দল কিছুটা স্নায়ুচাপে ভুগছে। সংবাদমাধ্যমে এমনটাই দেখেছি। আমি আশা করছি, তেমন কিছু হবে না।’
তিনি আরও বলেন, ‘আপনি যখন দল নির্বাচন করে ফেলবেন এবং বিশ্বকাপে আসবেন, তখন যা ঘটেছে তা ভুলে যান। তামিম তাদের প্রধান খেলোয়াড়দের একজন, তারা নিশ্চিতভাবে তাকে মিস করছে।’