আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ দল। দুই দলের সামনে লক্ষ্য এবার ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় মুখোমুখি হবে দুই দল।
আফগানদের বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় তামিম ইকবালের দল। ওয়ানডে ফরম্যাটে আফগানরা শক্তিশালী হলেও জয়ের বিকল্প ভাবছে না স্বাগতিকরা। অন্যদিকে, টেস্টে হারের পর ওয়ানডেতে পূর্ণ শক্তির দল নিয়েই এসেছে আফগানরা। দলে আছে রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিবসহ পরিচিত সব মুখ। স্পিন ও পেস বোলিং অ্যাটাক বিশ্বমানের হওয়ায় জয় ভিন্ন অন্য কোনো কিছু ভাবছে না সফরকারীরা।
পরিসংখ্যানে কারা এগিয়ে?
ওয়ানডে র্যাঙ্কিং কিংবা জয়ের পরিসংখ্যানে আফগানদের চেয়ে এগিয়েই আছে বাংলাদেশ। আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে সাতে আছে বাংলাদেশ, আর তালিকায় নবম স্থানে আফগানরা। এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হয়েছে ১১ বার। এর মধ্যে বাংলাদেশের জয় ৭টি, আর আফগানিস্তানের ৪টি।
ওয়ানডে পরিসংখ্যান
ম্যাচ | বাংলাদেশ | আফগানিস্তান |
১১ | ৭ | ৪ |
অবশ্য এ দুই দলের প্রথম দেখায় জয় পেয়েছিল আফগানিস্তান। ২০১৪ সালে ফতুল্লায় বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছিল আফগানরা। বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার শেষ দেখাতেও জয় পেয়েছে আফগানরা। ২০২২ সালে ওয়ানডেতে শেষ বারের দেখায় ৭ উইকেটে জয় পেয়েছিল আফগানরা।
ঘরের মাঠেও এগিয়ে বাংলাদেশ। ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ৭ ম্যাচ খেলেছে টাইগাররা; তাতে বাংলাদেশের জয় চারটি, আফগানদের তিনটি।