গতকাল সোমবার (১৪ নভেম্বর),, ২০২২ বাংলাদেশ সময় রাত ৮ টায় “অনপ্যাসিভ বাংলাদেশ ন্যাশন” ও “অনপ্যাসিভ মিশন” গ্রুপের যৌথ আয়োজনে ইন্টারন্যাশনাল ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়েবিনারে কানাডা থেকে ও-কানেক্ট নিয়ে আপডেট তুলে ধরেন অনপ্যাসিভের গ্রেট লিডার ইঞ্জিনিয়ার মাইক ওজংটাম্ববিয়া। ও-মেইল নিয়ে স্ক্রিন শেয়ারিং করে স্লাইড শো এর মাধ্যমে আপডেট তুলে ধরেন গ্রেট লিডার মো. সাজ্জাদ হোসাইন চৌধুরী। মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন গ্রেট লিডার ও চীফ এ্যাডভাইজার এস এম আকরাম হোসেন। ওয়েবিনারটি পরিচালনা করেন গ্রেট উপস্থাপক ডা. মো. আব্দুল কাইউম।
স্বাগত বক্তব্য রাখেন “অনপ্যাসিভ মিশন” গ্রুপের সম্মানিত এ্যাডভাইজার এ্যাডভোকেট আলেয়া বেগম লাকী এবং সম্মানিত হোস্ট মনির্যজ্জামান খান রিপন। টেকনিক্যাল পার্ট নিয়ে আলোচনা করেন গ্রেট লিডার ডা. মু. ইলিয়াস হুসাইন। অনপ্যাসিভের চলমান কার্যক্রম ও করনীয় বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করেন “অনপ্যাসিভ বাংলাদেশ ন্যাশন” এর সম্মানিত হোস্ট ডা. মিঠু (বিডি)।
আলোচনা করেন মি. হামিদ খান, মো. জাকির হোসেন, এস এম জহির উদ্দিন বাবর, মো. মাসুম। “অনপ্যাসিভ মিশন গ্রুপ” থেকে আলোচনা করেন ইংরেজির প্রভাষক এনামুল হক খান, এস এম সাইফ, কামরুজ্জামান খান সোহাগ, মো. মাহাবুব আলম লালু, পুস্পক মন্ডল, মোসা. লাবণী খাতুন ও মো. গিয়াস উদ্দিন। এছাড়াও হেই হেই সজীব মনিরসহ আরও অনেক লিডার আলোচনায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
যে সকল ব্র্যান্ড এ্যাম্বাসেডরবৃন্দ বাংলাদেশের বিভিন্ন ওয়েবিনারে নিয়মিত অংশগ্রহণ না করে ঘুমন্ত অবস্থায় আছেন তাদেরকে জাগ্রত করার জন্য ইনোভেটিভ প্রস্তাব রাখেন সাংবাদিক মো. আবু সাঈদ হোসেন কাউছার। সঠিক তথ্য পেতে ও নিজেদেরকে তথ্য সমৃদ্ধ করতে উক্ত ওয়েবিনারে দেশ-বিদেশ থেকে অংশগ্রহণ করেন ৩০০ জনেরও বেশি ব্র্যান্ড এ্যাম্বাসেডরবৃন্দ।
অংশগ্রহণকারী অন্যান্য সকলের মতামত প্রকাশের মাধ্যমে এ কথা স্পষ্ট হয়েছে যে, বাংলাদেশে অনেক ওয়েবিনার চলমান, সবগুলোর মধ্যে এ আয়োজকদের ওয়েবিনার সবচাইতে ভাল ও সঠিক ত্তথ্যবহুল। এ ওয়েবিনারটি একদল বিশেষভাবে দক্ষ ব্যক্তিত্বের সমস্টিগত প্রচেষ্টার ফল। অংশগ্রহণনারীগণ বলেন, এখানে আমরা পেয়েছি গ্রেট লিডার এস এম আকরাম হোসেন স্যার এর মত স্বচ্ছ ও অভিজ্ঞ ব্যক্তিত্বকে। ভার্চুয়ালী উপস্থিত সকলে সৃস্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন অনপ্যসিভের সম্মানিত সিইও (CEO) মি. অ্যাশ মুফারেহ কে। যার অদম্য, অক্লান্ত উদ্ভাবনী শক্তিতে বিকশিত কর্মকান্ড ডিজিটাল দুনিয়াকে পরিবর্তনের মাধ্যমে গোটা পৃথিবীকে দূর্নীতিমুক্ত ও সমৃদ্ধ করবে।
ONPASSIVE ( অনপ্যাসিভ) হলো বিশ্বের সব থেকে বড় USA ( আমেরিকা) বেইজড আইটি ( IT) কোম্পানি, যা এআই (AI) অর্থাৎ Artificial intelligence ( কৃত্রিম বুদ্ধিমত্তা) সমৃদ্ধ। কোম্পানিটি সম্পূর্ণ AI দ্বারা চালিত। গবেষক ও বিজ্ঞানী, অনপ্যাসিভ কোম্পানির সিইও মি. শ মুফারেহ তৈরী করেছেন টোটাল ইন্টারনেট সল্যুশন। যা মানবতার কল্যাণে মূখ্য ভূমিকা রাখবে। অনপ্যাসিভ কোম্পানি খুব শীঘ্রই সারা বিশ্বে একযোগে Launch হতে চলেছে। বিস্তারিত জানতে www.onpassive.com