১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের হিন্দুদের উপর কীভাবে পাকিস্তানি আর্মি গণহত্যা চালিয়েছে তা তুলে ধরতে একটি ওয়েবসাইট খুলেছে দ্য হিন্দু অ্যামেরিকান ফাউন্ডেশন (এইচএএফ)। ‘বেঙ্গলি হিন্দু জেনোসাইড’ নামে সম্প্রতি প্রকাশিত ওয়েবসাইটে তৎকালীন পশ্চিম পাকিস্তান কর্তৃক হিন্দু গণহত্যা সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
ওয়েবসাইট প্রকাশের পরপরই এইচএএফকে হুমকি দিচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৭ মে) পাকিস্তানের টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষের ওয়েব অ্যানালাইসিস বিভাগ থেকে যোগাযোগ করা হয় সংস্থাটির সঙ্গে। যেখানে হুমকি দিয়ে বলা হয়, ওয়েবসাইটটি বন্ধ করে দিতে অন্যথা সেটি ব্লক করে দেবে পাকিস্তান।
পাকিস্তান থেকে ওয়েবসাইট বন্ধ করতে হুমকি দেয়া হলেও তাতে অস্বীকৃতি জানিয়েছে এইচএএফ। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়েবসাইট বন্ধ করতে পাকিস্তানের হুমকিতেই প্রমাণ করে দেশটি আমেরিকা ও হিন্দুবিরোধী।
সংস্থাটির মানবাধিকার বিভাগের প্রধান দিপালী কুলকারনি বলেন, হিন্দু. খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের হত্যা ও জোরপূর্বক মুসলিম বানানোর ইতিহাস আছে পাকিস্তানের। আর বর্তমানে দেশটি অন্যদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সাথে একই কাজ করতে চাইছে।
বর্তমানে ওয়েবসাইটটি পাকিস্তানে ব্লক করা হয়েছে বলে জানায় দ্য হিন্দু অ্যামেরিকান ফাউন্ডেশন।