আইসিসি সুপার লিগের শীর্ষে বাংলাদেশ উঠে গিয়েছিল আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে। সেই শীর্ষস্থান টাইগাররা আরও পোক্ত করল সাউথ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে।
১৮ ম্যাচে ১২ জয়ে বাংলাদেশের বর্তমান পয়েন্ট ১২০। যেখানে বাংলাদেশের নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইয়ে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ১৫ ম্যাচে ৯ জয়ে এই পয়েন্ট ইংলিশদের।
সমান সংখ্যক ম্যাচ খেলে ৮ জয়ে ৭৯ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ভারত। ৭০ পয়েন্ট নিয়ে চারে রয়েছে আফগানিস্তান।
সুপার লিগের সেরা আটের বাকি চার দল হলো আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। ৬৮ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে আয়ারল্যান্ড। ছয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৬২। ৬০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। আর আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৫০।