আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) তাদের আয়ের একটি অংশ বরাবরের মতো বিভিন্ন ক্রিকেট বোর্ডকে দিয়ে আসছে। যেখানে সবসময় ভারতের আধিপত্য দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আগামী চার বছরে (২০২৪-২০২৭) আইসিসির আয়ের প্রায় ৪০ শতাংশ পাবে বিসিসিআই। বছরে তারা পাবে প্রায় ২৪৯২ কোটি টাকা (২৩১ মিলিয়ন ডলার)। রোহিত শর্মাদের বোর্ডের এমন আয়ের সংবাদের দিনে কমেছে বাংলাদেশের বরাদ্দ।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে (২০২৪-২০২৭) মৌসুমের আয়ের পরিকল্পনার তথ্য জানা গেছে। সেখানে বলা হয়, আগামী চার বছর আইসিসির ঘরে যে রাজস্ব ঢুকবে, সেটা বিভিন্ন দেশের মধ্যে কীভাবে ভাগ করে দেওয়া হবে, তা নিয়ে একটি মডেল তৈরি করা হয়েছে।
প্রস্তাবিত সেই মডেল অনুযায়ী, বছরে আইসিসির আয়ের মাত্র ৪.৪৬ শতাংশ পাবে বাংলাদেশ। যা আর্থিক মূল্যে প্রায় ২৮৯ কোটি ৭২ লাখ টাকা।
অপরদিকে সবার বেশি ৩৮.৫ শতাংশ পাবে ভারত। বছরে তারা পাবে প্রায় ২৪৯২ কোটি টাকা। আইসিসির সদস্য দেশগুলোর বোর্ডের সঙ্গে আয় বণ্টনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে বিসিসিআইয়ের ধারেকাছেও নেই অন্য কোনো বোর্ড। এমনকি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও ভারতের বরাদ্দকৃত অর্থের কয়েক গুণ কম পাবে।
ভারত ছাড়া সংস্থাটির অন্য সদস্য দেশগুলো পাবে আয়ের ৬১.৫ শতাংশ। এর মধ্যে ১০টি পূর্ণ সদস্য দেশ এবং কিছু সহযোগী সদস্য দেশও রয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড, বাংলাদেশ রয়েছে অষ্টম স্থানে।