ভারতে ‘পাঠান’ উন্মাদনা এখনও চলছে। এই ছবির মাধ্যমে প্রায় চার বছর বড় বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। এদিকে বাংলাদেশেও লেগেছে ‘পাঠান’-এর উন্মাদনার ঢেউ। মুক্তির পর থেকেই বাংলাদেশে ছবিটি আমদানির চেষ্টা চলছিল। অবশেষে তা সফল হচ্ছে। আগামী ৫ মে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন। তিনি বলেন, ইতোমধ্যে ১৬ হলে সার্ভার বসানো হয়েছে। ঈদের পর ৪০ সিনেমা হল প্রস্তুত হয়ে যাবে আশা করছি।
এর আগে ছবিটির মুক্তির ব্যপারে চলচ্চিত্র ও হল সংশ্লিষ্টদের নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নেতৃত্বে মিটিং ও হয়েছিল। কিন্তু সে সময় সকল সংগঠন একমত না হওয়ায় স্থগিত করা হয়েছিল চলচ্চিত্রটির মুক্তি।
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিদ্ধার্থ পরিচালিত এ ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে আছেন জন আব্রাহাম। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলেছে এই ছবি।