বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেও ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। ১৪ বছর পর এ টুর্নামেন্টের সেমি ফাইনালে ওঠে শক্তিশালী কুয়েতের মুখোমুখি হয় বাংলাদেশ। তবে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর অসামান্য দক্ষতায় সমানে সমান লড়াই করেছে টাইগাররা। তাঁর কারণেই নির্ধারিত সময়ের পরও গোল শূন্য ড্রয়ের ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে হারলেও সকলের মন জয় করে নেন টাইগার গোলরক্ষক। সব ম্যাচেই দুর্দান্ত খেলেছেন তিনি যার স্বীকৃতিও পেয়েছেন আসর শেষে।
টাইগারদের হারিয়ে গতকাল শনিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ফাইনালে ভারতের মুখোমুখি হয় কুয়েত। যেখানে নির্ধারিত সময় ১-১ ব্যবধানে খেলা ড্র হলে অতিরিক্ত সময় গড়ায় শিরোপার লড়াই। অতিরিক্ত সময়েও গোল না হলে টাইব্রেকারে গড়ায় ফাইনাল। হাইভোল্টেজ পেনাল্টি শুট আউটে কুয়েতকে ৫-৪ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতেছে ভারত। আর এবারের সাফে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন টাইগার গোলরক্ষক জিকো।
এবারের সাফের পুরো আসরে একটিও ক্লিনশিট নেই জিকোর। সেমিতে ওঠা চার দলের গোলরক্ষকের মধ্যে সবথেকে বেশি গোলও হজম করেছেন তিনি। তবুও তাঁর স্বরার স্বীকৃতি শুধ্মাত্র অসামান্য দক্ষতার জন্য। কুয়েতের বিপক্ষে ম্যাচে অতিরিক্ত সময়ে একমাত্র গোল হজমের আগ পর্যন্ত সব আলো ছিল তারই দিকে। টাইগারদের গোলপোস্টের নিচে যেন যেন চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি যা নির্ধারিত সময়ে অনেকবার চেষ্টা করেও ভেদ করতে পারেনি প্রতিপক্ষ ফুটবলাররা।
সেমিতে হেরে বাংলাদেশ দল দেশে ফিরেছে রবিবার। তাই কাল পুরস্কার প্রদানের সময় স্বশরীরে উপস্থিত থাকতে পারেন নি জিকো। তাঁর পক্ষে স্মারক গ্রহণ করেন টুর্নামেন্টের কম্পিটিশন ম্যানেজার আনিসুর রহমান।
এদিকে এবারের টুর্নামেন্টে সেরা গোলের পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন ভারতের স্ট্রাইকার সুনীল ছেত্রী। আসরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনিই।