এশিয়ায় নারীদের সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট এএফসি ওমেন্স এশিয়ান কাপ । সেই টুর্নামেন্টের (রোববার) ছিল ফাইনাল। নাভি মুম্বাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চীন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়নকে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ট্রফি তুলে দেন বাংলাদেশের ফুটবল সংগঠক মাহফুজা আক্তার কিরণ। তিনি ফিফা ও এএফসি কাউন্সিল সদস্য। এএফসি’র মহিলা উইংয়ের চেয়ারম্যানও তিনি।
মাহফুজা আক্তার কিরণ বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এশিয়ান ফুটবল কনফেডারেশনের কয়েকবারের কার্যনির্বাহী কমিটির সদস্য। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কাউন্সিল সদস্যও হয়েছেন।
ভারতে মহিলা এশিয়া কাপ শুরু থেকে শেষ পর্যন্ত টুর্নামেন্ট তদারকি করেছেন। বাংলাদেশের ফুটবলে কিছুটা আশার আলো দেখায় নারী ফুটবল। সেই নারী ফুটবলের মাঝে লিগটি অনিয়মিত ছিল। এখন নিয়মিত হলেও পেশাদারিত্ব পায়নি। মেধাবী ও সম্ভাবনাময়ী নারী ফুটবলারদের পেশাদারিত্ব এনে নারী ফুটবলে এশিয়ান মঞ্চে বাংলাদেশ কবে ট্রফি তুলে ধরবে সেটাই দেখার বিষয়।