বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ডিসেম্বরে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ করেন ৫৭৯ কোটি ৩০ লাখ টাকা, যা জানুয়ারি মাসে কমে দাঁড়ায় ৫৩২ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ এক মাসে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ কমেছে ৪৭ কোটি ২০ লাখ টাকা বা ৮ দশমিক ১৫ শতাংশ।
ব্যাংকাররা বলছেন, জানুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ও পরবর্তী অনিশ্চয়তার মধ্যে বিদেশে বাংলাদেশিদের ভ্রমণ কমে গিয়েছিল, যার প্রভাব পড়েছে বিদেশে ক্রেডিট কার্ডের লেনদেনের ক্ষেত্রে।
তথ্যমতে উল্লেখযোগ্য হারে বাংলাদেশিদের খরচ কমেছে ভারতে। গেল বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে ১৯ কোটিরও বেশি খরচ কম করেছেন সেখানে ভ্রমণরত বা অবস্থানরত বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা। চলতি বছরের জানুয়ারি মাসে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৯৬ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছেন। যেখানে ২০২৩ সালের ডিসেম্বর মাসে খরচ করেছিলেন ১১৫ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ১৯ কোটি ১০ লাখ টাকা বা ১৬ দশমিক ৫২ শতাংশ কমেছে।
এছাড়াও যুক্তরাষ্ট্রে গেল ডিসেম্বরে খরচ ছিল ৭৩ কোটি ২০ লাখ টাকা, জানুয়ারিতে খরচ করেছেন ৭২ কোটি ১০ লাখ। সিঙ্গাপুরে ডিসেম্বরে খরচ করেছিলেন ৪০ কোটি ১০ লাখ টাকা, জানুয়ারিতে খরচ করেছেন ৩৬ কোটি ৩০ লাখ টাকা। তবে বাংলাদেশিরা আরব আমিরাতে ক্রেডিট কার্ডে খরচ বাড়িয়েছেন। গেল বছরের ডিসেম্বরে খরচ করেছিলেন ৫৯ কোটি ৪০ লাখ টাকা, গেল জানুয়ারিতে খরচ করেছেন ৬১ কোটি ৭০ লাখ টাকা। খরচ বেড়েছে ২ কোটি ৪০ লাখ টাকা।
জানুয়ারিতে বিদেশিরা এ দেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪৭ কোটি ৬০ লাখ টাকা নগদ উত্তোলন করেছেন। আগের মাসেও প্রায় একই পরিমাণ অর্থ তারা নগদে তুলেছিলেন। বিদেশিদের মধ্যে বাংলাদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এরপরের অবস্থানে রয়েছেন যথাক্রমে যুক্তরাজ্য ও ভারতের নাগরিকেরা। এ তিন দেশের নাগরিকেরা মিলে গত নভেম্বরে প্রায় ৯৮ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছেন।
এদিকে বিদেশে খরচ কমলেও ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে দেশের অভ্যন্তরে। দেশে গত জানুয়ারি মাসে দেশে ক্রেডিট কার্ডে খরচ হয়েছে ২ হাজার ৬৭৮ কোটি ৪০ লাখ টাকা। এর আগের মাসে খরচ হয়েছিল ২ হাজার ৬৭৪ কোটি ৪০ লাখ টাকা। সেই হিসাবে এক মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ ৪০ কোটি টাকা বেড়েছে।