নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে ওয়ানডেতে জয় অধরা বাংলাদেশের। কিউইদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে টাইগাররা। তবে বংলাদেশ হারলেও দুটি ম্যাচেই সফরকারীরা ভালো ক্রিকেট খেলেছেন বলে মনে করেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। এমনকি দুইটি ম্যাচেই তাদের চাপে ফেলেছে বলে মনে করেন এই কিউই তারকা। তবে নেলসনে শেষ ম্যাচ জিতে টাইগারদের হোয়াইটওয়াশ করবে স্বাগতিকরা, এমনটায় আশা করছেন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।
আগামী শনিবার ভোরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচের আগে আজ এক সাক্ষাৎকারে রাচিন বলেছেন, ‘দুটি ম্যাচেই বাংলাদেশ ভালো খেলেছে। কখনো কখনো তারাই নিয়ন্ত্রণে ছিল। সৌম্য সেদিন যেভাবে খেলেছে, অবিশ্বাস্য। তারা আমাদের প্রতিনিয়ত চাপে রাখছে। তাদের দিনে তারা ভালো দল।’
দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করলেও শেষ ম্যাচটি হালকাভাবে নিচ্ছে না কিউইরা। এই ম্যাচেও জয়ে চোখ তাদের। এ নিয়ে রাচিন বলছিলেন, ‘নেলসনে ভালো সময় কেটেছে। আশা করছি জয় দিয়েই সিরিজ শেষ করব। ফলাফল যাই হোক আমাদের প্রক্রিয়া ঠিক রাখতে হবে। নিউজিল্যান্ড দলে আমার চেয়েও অনেক ভালো খেলোয়াড় আছে। আমরা সবাই নিউজিল্যান্ডের হয়ে খেলতে চাই। যখনই সুযোগ পাব সেটা কাজে লাগাতে হবে।’
ওয়ানডে সিরিজের পর দুই দল ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর নেপিয়ার ও মাউন্ট মঙ্গানুইতে মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।