অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে হারে বাংলাদেশ নারী দল। তাই সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। এমন সমীকরণে টসে হেরে বোলিংয়ে যায় টাইগ্রেসরা। এদিকে আগে ব্যাট করতে নেমে জর্জিয়া ওয়ারহ্যামের অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রানের সংগ্রহ পায় অজি মেয়েরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে টাইগ্রেসদের ইনিংস। তাতে ৫৮ রানে জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিলো অজি মেয়েরা।
সিরিজের দ্বিতিয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ১৫ রানে ৭ বলে ২ রান করে আউট হন ফোবি লিচফিল্ড। এরপর গ্রেস হ্যারিস ও জর্জিয়া ওয়ারহ্যাম মিলে শুরুর ধাক্কা সামাল দেন। ৯১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। আগ্রাসী ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নেন জর্জিয়া।
শেষ দিকে এলিসি পেরির ২৯ রানের ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ চার উইকেট নেন ফারিহা তৃষ্ণা।
অজিদের দেওয়া ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগ্রেসদের হয়ে ইনিংস শুরু করতে নামেন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। এই দুই জনের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। ৩৪ রানের জুটি গড়েন এই দুই ওপেনার। দলীয় ৩৪ রানে মুর্শিদা আউট হলে খেই হারায় টাইগ্রেসরা।
এরপর স্কোরবোর্ডে ১২ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর খাদের কিনারে ধুকতে থাকা টাইগ্রেসদের ফাহিমা খাতুন ও স্বর্না আক্তার মিলে হাল ধরার চেষ্টা করেন। তবে দলীয় ৭৮ রানে ১৮ বলে ১৫ রান করে আউট হন ফাহিমা।