বহিরাগতদের সহযোগিতায় ছাত্রলীগের নেতাকর্মী কতৃক হামলার আশঙ্কায় লাঠিসোটা নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে মহড়া দিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১২টায় ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন প্রধান ফটক হয়ে হয়ে বিশমাইল গেট পর্যন্ত মহড়া দেন।
এর আগে, বেলা ১২টায় বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়েছে- এমন খবর শুনে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে লাঠিসোটা নিয়ে শহীদ মিনারে জমায়েত হয়।
জানা যায়, সকাল ১১টার দিকে বেশ কয়েকটি বাস, লেগুনা ও মোটরসাইকেল যোগে ক্যাম্পাসের বিশমাইল গেটের দিকে অবস্থান নেয় বহিরাগতরা। এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শহীদ মিনারে একত্রিত হতে থাকে। এরপর তারা লাঠিসোটা নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন প্রধান ফটক হতে বিশমাইল গেট পর্যন্ত মহড়া দিতে থাকে। এরপর ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন সড়কে মহড়া দেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশকে উপাচার্যের বাসভবনের সামনে সতর্ক অবস্থানে দেখা যায়।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানান, গতকাল রাতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে উপাচার্যের বাসভবনের ভিতরে ঢুকে ছাত্রলীগ আমাদের উপর হামলা করেছে। তাই আমরা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আস্থা রাখতে পারছি না। আমরা নিজেরাই নিজেদের সুরক্ষার দায়িত্ব নিয়েছি। যেকোনো মূল্যে সন্ত্রাসীদের প্রতিহত করা হবে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলমগীর কবির বলেন, ‘আমাদের নিরাপত্তা শাখা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।’
এদিকে জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিক্ষোভ মিছিলে গণ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, সাভার মডেল কলেজ, সাভার সরকারি কলেজ, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেন, পারমাণবিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল এন্ড কলেজ, মির্জা গোলাম হাফিজ কলেজ, সাভার যুব উন্নয়ন, ধামরাই সরকারী কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।