আগের ম্যাচে ঢাকা আবাহনীকে আটকে দিলেও বসুন্ধরা কিংসকে আর রুখতে পারলো না বাংলাদেশ পুলিশ। প্রথমার্ধ আটকে রেখেও শেষ পর্যন্ত তারা ম্যাচটি হেরেছে ২-০ গোলে। ম্যাচে গোল করেন বসুন্ধরার দুই দেশি ফুটবলার তৌহিদুল আলম সবুজ ও তপু বর্মন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের ৫৮ মিনিটে রবিনিয়োর কর্নারে তৌহিদুল আলম সবুজ হেডে লক্ষ্যভেদ করেন। লীগে এটি সবুজের চতুর্থ গোল। ৪ মিনিট পর ফার্নান্দেজের ফ্রি কিকে তপু বর্মণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ মুহূর্তে গিয়ে পুলিশ ম্যাচে ফেরার সুযোগ তৈরি করেছিল। কিন্তু হয়নি।
৮৭ মিনিয়ে কোয়াকুর ফ্রি কিক পোস্টে লেগে প্রতিহত হয়। লীগের প্রথম পর্বে বসুন্ধরা ২-১ গোলে জিতেছিল পুলিশের বিপক্ষে। এ জয়ে ১৪ ম্যাচে শীর্ষে থাকা বসুন্ধরার পয়েন্ট ৪০। সমান ম্যাচে বাংলাদেশ পুলিশের সংগ্রহ ১৩ পয়েন্ট। এদিকে দিনের তৃতীয় ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। দিনের প্রথম ম্যাচে ব্রাদার্সকে ৫-২ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী।