আজ (শুক্রবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মণিপুরের বিপক্ষে দলের ১১ জনকে দিয়েই বোলিং করিয়েছে দিল্লি। আন্তর্জাতিক টি–টোয়েন্টি তো বটেই, স্বীকৃত টি–টোয়েন্টিতে এমন ঘটনা এবারই প্রথম।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মণিপুর। তারপর দলের সবাইকে নিয়ে বোলিংয়ের পরীক্ষা-নিরীক্ষা চালানোর সুযোগ হাতছাড়া করলেন না দিল্লির অধিনায়ক আয়ুষ বাদোনি। নিজেই করলেন ২ ওভার। একটি উইকেটও পেয়েছেন অবশ্য।
সেই সঙ্গে ২ ওভার করে বল করলেন আয়ুষ সিং, অখিল চৌধুরী। ৩ ওভার হাত ঘোরান হর্ষ ত্যাগী, দিগ্বেষ ও মায়াঙ্ক রাওয়াত। এদের মধ্যে প্রথম দুজন ২টি করে উইকেট শিকার করেন। ১ ওভার করে বল করলেন আরিয়ান রানা, হিম্মত সিং, প্রিয়াংশ আর্য, যশ ধুল।
বাদ গেলেন না উইকেটকিপার অনুজ রাওয়াতও। তিনিও ১ ওভার বল করেন। নির্ধারিত ২০ ওভার শেষে মণিপুর ৮ উইকেট হারিয়ে তোলে ১২০ রান। দিল্লি ১৮.৩ ওভারে চার উইকেট হাতে নিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়।
টি-টোয়েন্টি ক্রিকেটে দলের এগারোজনের বল করা বিরল ঘটনা হলেও টেস্ট ক্রিকেটে এই ঘটনা নতুন কিছু নয়। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ জনকে দিয়েই বল করিয়েছিলেন ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ২০০৫-এ দক্ষিণ আফ্রিকাও একই কাণ্ড ঘটিয়েছিল।