বলিউডের অন্যতম এক প্রবীণ এবং জনপ্রিয় অভিনেতা ইউসুফ হোসেন মারা গেছেন। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার দিবাগত রাত ৪টার দিকে চিত্রপরিচালক হানসাল মেহেতা তার সামাজিক যোগাযোগমাধ্যমে শ্বশুরের মৃত্যুর এই খবরটি জানান। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। টুইটার বার্তায় হানসল মেহতা জানান, তার কাছে শ্বশুর নন বরং নিজের বাবাই ছিলেন ইউসুফ হোসেন। শনিবার তিনি মারা গেছেন।
তিনি বলেন, ইউসুফ সাহেব আমার এই নতুন জীবন দান করেছেন। আজ তিনি সত্যি সত্যি অনাথ হয়ে গেলেন। জীবন আর আগের মতো হবে না এমনটা লিখে ইউসুফকে অনেক ভালোবাসেন বলেও জানান তিনি। সিরিয়ালের পাশাপাশি একাধিক ছবিতেও অভিনয় করেছেন এ বলিউড অভিনেতা। এসব ছবির মধ্যে রাইস, ধুম, দিল চাহতা হে, ক্রিশ, দাবাংসহ আরও অনেক ছবিতে তিনি অভিনয় করেন। এ ছাড়া তার জনপ্রিয় টেলি সিরিয়ালের মধ্যে রয়েছে মুল্লা নাসরুদ্দিন, কুমকুম, ইস… কই হে, সি আই ডি প্রমুখ। প্রবীণ এ অভিনেতার মৃত্যুতে বলিউড জগতে শোকের ছায়া নেমে এসেছে।