বলিউডে ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার ঘটনা নতুন না। মাঝে মাঝেই মায়ানগরীর বড় বড় তারকাদের নামে আনা হয় এ অভিযোগ। তাই বলে সবাইকে এ নজরে দেখার উপায় নেই। কেননা বি-টাউনের অনেক তারকাই প্রতি বছর নিয়ম মেনে কর দিয়ে থাকেন। আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফসহ অনেকেই আছেন এ তালিকায়।
যদি প্রশ্ন করা হয়, বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি আয়কর দিয়েছেন কোনো বলিউড অভিনেত্রী? এই প্রশ্নের উত্তরে নাম আসবে দীপিকা পাড়ুকোনের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গত বছর ভারতের সবচেয়ে বেশি করদাতাদের মধ্যে তিনিই একমাত্র অভিনেত্রী যিনি তালিকায় জায়গা পেয়েছেন। ‘ফোরবস ইন্ডিয়া’র এক প্রতিবেদন জানাচ্ছে ২০১৯ সালে প্রায় ৪৮ কোটি টাকা রোজগার করেছিলেন দীপিকা। রোহিত শর্মার মতো নামজাদা পরিচালকের আয়ও তার কাছে হয়ে পড়ে ফিকে।
এই মুহূর্তে দীপিকার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। এও শোনা যাচ্ছে, বিগত বেশ কিছু বছর ধরে নাকি বার্ষিক ১০ কোটি টাকা তিনি শুধু আয়কর বাবদই খরচ করে থাকেন। যদিও দীপিকা এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কোনওদিন।
মুক্তি পেতে যাচ্ছে দীপিকা অভিনীত ‘জাওয়ান’ সিনেমাটি। এতে শাহরুখের মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়া প্রকাশ পেয়েছে ‘প্রজেক্ট কে’ সিনেমার ফার্স্টলুক। এতে প্রভাসের বিপরীতে দেখা গেছে তাকে।