বস্তি থেকে বলিউডে যুক্ত হয়েছেন ‘গাল্লিবয়’ খ্যাত রানা ও তাবীব মাহমুদ। তাদের ‘চাপ নাই’ শিরোনামের একটি গান যুক্ত হয়েছে বলিউডের ‘কালা’ ওয়েব সিরিজে। থিম সং হিসেবে ব্যবহৃত হয়েছে গানটি।
গানটির জন্য কত পারিশ্রমিক পেয়েছেন তাবীব ও রানা— জানা গেল এবার। সংবাদমাধ্যমকে তাবীব জানান, এ সিরিজে কাজ করার জন্য কোনো পারিশ্রমিকই নিতে চাননি তিনি। কিন্তু অনেকটা জোর করেই তাকে ৫০ হাজার রুপি দিয়েছে ‘কালা’র সিরিজ কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, ছয় মাস আগে সিরিজের প্রোডাকশন টিম তার সঙ্গে যোগাযোগ করে। স্ক্রিপ্ট অনুযায়ী, রানা ও তাবীবের ২০২১ সালে করা ‘চাপ নাই’ গানটির কিছু জায়গায় মিউজিক পরিবর্তন করে তাদের দেওয়া হয়। তারপরই এ সিরিজের জন্য গানটি তৈরি করা হয়।
সিরিজের গল্প এগিয়ে গেছে এক সৎ পুলিশ অফিসারকে নিয়ে। দেখা যায়,একদল সৈনিকের ওপর আকস্মিক আক্রমণে অনেকে নিহত হন। তাদের মধ্যে শুভেন্দ্র মুখার্জি নামে একজন ভাগ্যক্রমে বেঁচে যান। কিন্তু তার বেঁচে যাওয়াটাই কাল হয়ে দাঁড়ায়। দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয় তাকে। তবুও থেমে থাকেন না তিনি। নিজের দেশের জন্য লড়াই চালিয়ে যান। ৩০ বছর পর নতুন নামে সামনে আসেন তিনি।
‘কালা’ সিরিজে অভিনয় করেছেন রোহান বিনোদ মেহেরা, অনীল চরণজিৎ, অবিনাশ তেওয়ারিসহ অনেকে। পরিচালনায করেছেন বিজয় নামবিয়ার