নির্দিষ্ট বস্তু, বিষয় বা পরিস্থিতিতে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ভয় গ্রহণযোগ্য। কিন্তু এই ভয়ের অনুভূতি যদি স্বাভাবিকতার সীমা অতিক্রম করে তখন তা একটি রোগ। একে বলে ফোবিয়া বা ফোবিক ডিজঅর্ডার বা অহেতুক ভীতি রোগ। অনেকে বিভিন্ন প্রাণী যেমন—কুকুর, সাপ, টিকটিকি, তেলাপোকা, মাকড়সা ইত্যাদি অতিরিক্ত ভয় পান। কারও ভীতি বিভিন্ন প্রাকৃতিক অবস্থা যেমন—উচ্চতা, ঝড়, সমুদ্র, পাহাড় ইত্যাদিকে। কেউ আবার রক্ত, ক্ষত, ইনজেকশন—এসব দেখলে অজ্ঞান হয়ে পড়েন ভয়ে।
আর বলিউড ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা রয়েছেন যাদের মধ্যে কেউ ভয় পান লিফটের বন্ধ দরজা। আবার কারও রয়েছে মৃত্যু ভয়। আজকের প্রতিবেদনে আমরা বলিউড তারকাদের কার কিসে ভয় বা ফোবিয়া তা জেনে নেবো…
আমির খান
বলিউডের মিস্টার পারফেকশনিস্টের থানাতোফোবিয়া (Thanatophobia) বা মৃত্যুর ভয় আছে।
শাহরুখ খান
বলিউড বাদশার ইক্যুইনোফোবিয়া (equinophobia) আছে। ঘোড়ায় চড়তে ভয় পান তিনি। ‘করণ অর্জুন’ ছবিতে ঘোড়ার রাইডিংয়ের চিত্রগ্রহণের পর থেকেই তার এই ফোবিয়া শুরু হয়।
সালমান খান
ভাইজানের সবচেয়ে বড় ফোবিয়া লিফটের বন্ধ দরজা।
অর্জুন কাপুর
বলিউডের এই অভিনেতার অ্যানেমিস্ত্রিফোবিয়া আছে। তিনি ভক্তদের সঙ্গে অন্য কোথাও থাকতে ভয় পান।
ক্যাটরিনা কাইফ
এই বলি অভিনেত্রীর হারপেতোফোবিয়া (herpetophobia) আছে।
দীপিকা পাড়ুকোন
বলিউডের এই অভিনেত্রীর ওফিডিওফোবিয়া (ophidiophobia) বা সাপের ভয় আছে।
সোনম কাপুর
অনিল কন্যার ক্লিথ্রোফোবিয়া (cleithrophobia) এবং ক্লাস্ট্রোফোবিয়া (claustrophobia) বা লিফটে ভয় আছে।
জানভি কাপুর
সম্প্রতি জানভি কাপুর প্রকাশ করেছেন যে তার ট্রাইফোফোবিয়া (trypophobia) রয়েছে। যা ছোট গর্তের গুচ্ছের ভয়।