আর মাত্র কয়েকদিন পর শেষ অতে যাচ্ছে ২০২২ সাল। চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে অনেক উত্থান-পতন। ক্রিকেট থেকে চলে গেছেন অনেক কিংবদন্তি ক্রিকেটার। আবার ব্যাটে বলের লড়াইয়ে আন্তর্জাতিকভাবে নাম লিখিয়েছেন অনেক ক্রিকেটার। বছর শেষের আগে সেসব তরুণ ক্রিকেটারদের স্বীকৃতি দিতে ২০২২ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছেন মোট ৪ ক্রিকেটার। বোলারদের মধ্যে ভারতের আর্শদীপ সিংয়ের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আছেন প্রোটিয়া পেসার মার্কো জেনসেন। কিউই ওপেনার ফিন অ্যালেনের সঙ্গে ব্যাটারদের মধ্যেএ তালিকায় আছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।
এ বছরটা স্বপ্নের মতো পার করেছেন ফিন অ্যালেন। অস্ট্রেলিয়া বিশ্বকাপে ছিলেন কিউইদের হয়ে সেরা রান সংগ্রাহক। জায়গা পেয়েছিলেন আইসিসির বিশ্বকাপ সেরা একাদশেও। ২০২২ সালে প্রায় ২২ গড়ে ৪১১ রান এসেছে তার ব্যাট থেকে। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৫৫ স্ট্রাইকরেটে। এছাড়া ওয়ানডেতে প্রায় ৩৯ গড়ে ৩৮৭ রান করেছেন এই এই ওপেনার।