কুমিল্লা নগরীতে ফয়সাল ইসলাম হৃদয় (২০) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে নগরীর চর্থা বড় পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল ইসলাম হৃদয় চর্থা বড় পুকুরপাড় এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
নিহতের বড় বোন শিউলি আক্তার বলেন, ফুটবল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জয়ের পর হৃদয় আনন্দ মিছিল বের করে। এ সময় স্থানীয় কয়েক যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবকরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ সানজুর মোর্শেদ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিস্তারিত পরে জানানো হবে।