ইউরোর ফাইনালে ইংল্যান্ড দুর্দান্ত পারফরম্যান্স করেও ইতালির বিপক্ষে পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে হেরে গেছে। ৫৫ বছর পর ফাইনালে উঠে ইংল্যান্ড ট্রফি জিততে পারল না। পেনাল্টি শুটআউটে তিন ফুটবলার গোল করতে ব্যর্থ হয়েছেন। আর এ কারণে এই তিন ফুটবলারকে বর্ণবৈষম্যের শিকার হতে হচ্ছে নেট দুনিয়ায়।
রাশফোর্ড, সাঞ্চো, সাকা পেনাল্টি শুটআউটে গোল করতে পারেননি বলে ইংল্যান্ডের কিছু সমর্থক নেট দুনিয়ায় ছড়িয়েছেন কৃষ্ণাঙ্গ তিন ফুটবলারের কারণেই ইংল্যান্ড চ্যাম্পিয়ন হতে পারেনি। আর এই বর্ণবিদ্বেষমূলক মন্তব্য সারা দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ফুটবল দুনিয়ায় ঝড় বইছে। ইংল্যান্ডের এই তিন ফুটবলারের পক্ষে দাঁড়িয়েছেন অন্য ফুটবলাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলাররা প্রতিবাদ করছেন।
ফরাসি ফুটবলার পল পগবা রাশফোর্ড, সাঞ্চো, সাকার পাশে দাঁড়িয়েছেন। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন। ইউরোর শেষ ষোলোয় হেরে বিদায় নেওয়া ফ্রান্স দলের পল পগবা বলেছেন, আমরা তোমাদের জন্য গর্বিত। তোমরা সাহস দেখিয়েছে। দেশের জন্য কিছু করার চেষ্টা করেছ। মহামূল্যবান ফাইনালে তোলার পেছনে তোমাদের অবদান আছে। তোমাদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক আচরণ করা হয়েছে আমরা এটা সহ্য করব না। আমি এই তিন ফুটবলারকে বলছি, তোমরা মাথা নিচু করবে না। সাহস এবং আত্মবিশ্বাস নিয়ে তোমাদের গর্বিত হওয়া উচিত। তোমরা সুন্দর ফুটবলের উদাহরণ তৈরি করেছ। তোমরা ভুলে যেও না বিশ্ব ফুটবল তোমাদের নিয়ে গর্ব করে।’