ইংল্যান্ড ক্রিকেটে বর্ণবাদী বৈষম্যমূলক আচরণ নতুন কিছু নয়। ইংলিশ কাউন্টি ক্রিকেটে প্রায় এমন অভিযোগ পাওয়া যায়। কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের সাবেক তারকা আজিম রফিকের সঙ্গে বর্ণবাদী বৈষম্যমূলক আচরণের কারণে নিষিদ্ধ হয়েছেন ইয়র্কশায়ারের ছয় ক্রিকেটার ও কোচ।
আজিম রফিকের সঙ্গে বর্ণবাদী আচারণ করা হয়েছে এই অভিযোগে অনেক দিন ধরে শুনানি চলে আসছিল। এবার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
নিষিদ্ধ হওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন গ্যারি ব্যালান্স, টিম ব্রেসনান, ম্যাথু হগার্ড, জন ব্লেইন, অ্যান্ড্রু গল এবং রিচার্ড পাইরাহ। নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের আর্থিক জরিমানাও গুনতে হবে।
২০১৩ সালে সতীর্থ আজিমের সঙ্গে বর্ণবাদী এবং বৈষম্যমূলক আচরণ করেছিলেন ব্যালেন্স। যার ফলে তাকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে সিডিসি। ডানহাতি এই সাবেক পেসার ব্রেসনানকে ৪ হাজার পাউন্ড জরিমানা দিতে হবে। আরেক সাবেক পেসার হগার্ডকে ৪ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
ইয়র্কশায়ারের সাবেক অধিনায়ক ও কোচ গলকে জরিমানা দিতে ৬ হাজার পাউন্ড। এ ছাড়া ৪ সপ্তাহের জন্য কোচিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।