বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। সোমবার (১২ জুন) বিকেল চারটায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটির সহকারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির বিষয়টি জানিয়েছেন।
এই নেতা জানান, বরিশালে হামলার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে এই বিক্ষোভ ডাকা হয়েছে। এতে কেন্দ্রের পাশাপাশি মহানগরের নেতারাও অংশ নেবেন।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের উপরে অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এর আগে ভোট চলাকালে হামলার শিকার হন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় তিনি রক্তাক্ত হয়েছেন বলে ইসলামিক দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া উপকমিটির সদস্য কেএম শরিয়তুল্লাহ। ঢাকা মেইলকে তিনি বলেন, দুপুরে ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে গেলে ৩০/৪০ জন নৌকার সমর্থক তাদের প্রার্থীর ওপর অতর্কিত হামলা চালায়। লাঠিসোটা ও পাথর ছুড়ে মারতে থাকেন নৌকার সমর্থকরা। হুজুর (ফয়জুল) ছাড়াও তার সঙ্গে থাকা বেশ কিছু নেতাকর্মী কমবেশি জখম হয়েছেন। হামলায় ফয়জুল করীমের নাক ও ঠোঁট ফেটে যায়। পরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দিয়েছেন তিনি।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মুফতি সৈয়দ ফয়জুল করীমের নাম উঠে আসছে।