ইয়াকুব আলী ( ৫৮) নামে এক ব্যক্তি নওগাঁর পত্নীতলায় নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। বুধবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার চেরাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াকুব আলী চেরাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার চেরাডাঙ্গা গ্রামে পরিবার ও স্বজনদের নিয়ে বসবাস করতেন ইয়াকুব আলী। বিত্তশালী হওয়ায় নিরাপত্তাজনিত কারণে তার একটি লাইসেন্সকৃত বন্দুক ছিল। দুপুরে সবার অজান্তে দুইতলা বাড়ির ছাদে গিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালান।
গুলির শব্দ শুনে তার স্ত্রী মর্জিনা এগিয়ে যান। ততক্ষণে ইয়াকুব মারা গেছেন। এরপর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। একইসঙ্গে বন্দুকটি জব্দ করা হয়েছে।
এদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হতে পারে। তবে ঠিক কী কারণে ইয়াকুব আত্মহত্যা করলেন সে বিষয়ে তদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।