কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তফছির উদ্দিন ভূঁঞা। এছাড়া, কমিটির সদস্য হিসেবে থাকবেন অতিরিক্ত কমিশনার মো. রুহুল আমিন, সব যুগ্ম কমিশনার, উপ-কমিশনার, সহকারী কমিশনার, নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা এবং নিলাম শুল্কায়ন শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন কাস্টমস নিলাম শাখার উপ বা সহকারী কমিশনার।
মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ শফিউদ্দিনের সই করা এক অফিস আদেশে বলা হয়, দীর্ঘদিন ধরে পড়ে থাকা অখালাসকৃত, বাজেয়াপ্ত বা অনিষ্পন্ন পণ্য দ্রুত নিষ্পত্তি করে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটি দ্রুত নিলাম ও ধ্বংস কার্যক্রম চালানোর মাধ্যমে কন্টেইনার জট নিরসন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পণ্যের প্রবাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।