শুক্রবার জুমআর নামাজের দিনে পায়জামা-পাঞ্জাবি পরার একটা রীতি প্রচলিত আছে বাংলাদেশে। তাই কেউ কেউ ভেবেছিলেন, শুক্রবার বলেই বুঝি টিভি ধারাভাষ্যকার আতাহার আলী সাদাকালো পাঞ্জাবি-পায়জামা পরে শেরে বাংলার সবুজ গালিচায় দাঁড়িয়ে টিভি কমেন্ট্রি দিলেন।
কিন্তু আসলে তা নয়। ভাষা আন্দোলন, বাঙালির জাতিসত্তা উন্মেষের মাস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বদলে ফেলা হয়েছে বিপিএলের টিভি ধারাভাষ্যকারদের পোশাক।
বাংলাদেশের আতাহার আলী, শামীম আশরাফ চৌধুরী, ওয়েস্ট ইন্ডিজের জীবন্ত কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস, দক্ষিণ আফ্রিকার এইচডি অ্যাকারম্যান ও শ্রীলঙ্কার রোশান অভিসিংহে কালো জমিনে সাদা পাঞ্জাবি পরেছেন। নারী সঞ্চালক পামেলা ভাটুরিয়া পরেছেন সাদা ও কালো শাড়ি।
গতকাল (বৃহস্পতিবার) অনেক রাতে বিসিবি থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যার প্রথমেই আছে বিশেষ পোশাক। বলা হয়েছে সকল ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সম্বলিত বিশেষ পোশাক পরিধান করবেন।
পোশাক ছাড়াও ধারাভাষ্যকারদের ধারাবিবরণীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব নিয়ে খেলা চলাকালীন আলোচনা করার কথা বলা হয়েছে।
এছাড়া বাঙালি ধারাভাষ্যকারদের বাংলাতে ধারাভাষ্য দিতে বলা হয়েছে। ভিনদেশি ধারাভাষ্যকারদেরও ধারাভাষ্যর সময় কিছু বাংলা শব্দ ব্যবহারের কথা বলা হয়েছে। এমনকি খেলা শুরুর আগে-পরে বাংলাদেশের সব ক্রিকেটারকে সাক্ষাৎকারে বাংলায় কথা বলতে হবে, রয়েছে এমন নির্দেশনা।
সব দলের খেলোয়াড়, খেলা পরিচালনাকারী কর্মকর্তা, ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা শব্দ ও বক্তব্য সম্বলিত বাহুবন্ধনী (আর্ম ব্যান্ড) পরিধান করবেন।
এছাড়া খেলা চলাকালীন শেরে বাংলার জায়ান্ট স্কিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা, গুরুত্ব, তাৎপর্য সম্বলিত লিখনী প্রদর্শিত হয়েছে।