বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে সেন্টমার্টিনের দক্ষিণ পূর্বের বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম মোহাম্মদ এরশাদ (৪০)। তিনি সেন্টমার্টিন গলাচিপা এলাকায় বসবাস করেন। তবে তিনি খাগড়াছড়ি জেলার বাসিন্দা।
এ বিষয়ে সেন্টমার্টিনের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, ‘দ্বীপের আলী জোহারের মালিকানাধীন ট্রলারে ছয় জেলে সাগরে মাছ শিকারে যান। এ সময় সেন্টমার্টিনের দক্ষিণ পূর্বের বঙ্গোপসারে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা জেলেদের ধাওয়া করে। একপর্যায়ে তাদেরকে উদ্দেশ্য করে গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হন।’
দ্বীপের বাসিন্দা নেজাম উদ্দিন জানান, সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ শিকারের সময় মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ থেকে জেলেদের ওপর গুলি চালানো হয়। এতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তার ডান হাতে গুলি লেগেছে।