মার্চে অনুষ্ঠিতব্য তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের জন্য বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে বুধবার। জাতীয় দলের ক্যাম্পের জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন প্রাথমিকভাবে ২৯ জন খেলোয়াড় ডেকেছে। তাদের নিয়ে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। এরপর বাছাই করা হবে ১৮ জনের স্কোয়াড।
আগামী ১১ থেকে ২২ মার্চ হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। এবার অংশ নেবে আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইরাক, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেছেন, ‘ডাক পাওয়া ২৯ জন খেলোয়াড় ১০ জানুয়ারি ক্যাম্পে উঠবেন। পরের দিন থেকে শুরু হবে ভারতীয় কোচ সাজুরাম গয়ালের অধীনে তাদের প্রস্তুতি। এক দেড় মাস পর তৈরি করা হবে ১৮ জনের স্কোয়াড।’
ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন-সম্রাট, মো. হোসেন, রাজিব আহমেদ, রোমান হাসান, আনোয়ার, শহিদুল, সবুজ মিয়া, আল আমিন, হাজাঙ্গীর, মনিরুল চৌধুরী, দিপয়ন গোলদার, পারভেজ, নাসের, সাজিদুল চাকলাদার, রোমান, লিটন আলী, আরিফ রাব্বানী, মিজানুর রহমান, শরিফ মিয়া, রবিউল, আসাদুল, আরদুজ্জামান মুন্সি, তুহিন তরফদার, ইয়াসিন, নাসির উদ্দিন, এমরান, রাসেল, হাসিবুল ইসলাম ও জিয়াউর রহমান।