সবঠিক থাকলে আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর। এর আগেই ফ্র্যাঞ্চাইজিদের বকেয়া ও স্পন্সরের অনিয়মের বিরুদ্ধে আইনি পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (৯ আগস্ট) বোর্ড মিটিং শেষে এই কথা জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
তিনি বলেন, আমাদের একটা রিভিউ এবং আলোচনা হয়েছে আপডেটেড ফাইন্যান্সিয়াল ডিফল্টারস অব বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মানে আমাদের যে লাস্ট কয়েকটি বিপিএল হয়েছে, সেখানে আমাদের একটা লিস্ট হয়েছে।
‘যেখানে ফ্র্যাঞ্চাইজি টিম বা স্পন্সর, এরা ক্রিকেট বোর্ডকে যেভাবে স্পনসর করেছে ও পেমেন্ট বাকি আছে সেসবের তালিকা আছে। ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেওয়ার কথা ছিল দেয়নি সেসবের একটা ডিফল্ট তালিকা করা হচ্ছে।’
আইনি প্রক্রিয়া নিয়ে তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে আমরা আইনি প্রক্রিয়ায় যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে আমরা আগে থেকেই কিছু টিমের সঙ্গে আমাদের আরবিট্রেশন প্রসিডিউর ছিল, যে ক্লজ ভায়োলেশন (চুক্তির নিয়ম ভঙ্গ) হয়েছে তা নিয়ে। সেটাকে আমরা কন্টিনিউ করব এবং এটাকে আরও এক্সপেডাইট (দ্রুত) করা হবে।