ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে চেলসির জয়ের নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হোয়াও পেদ্রো। প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়ে ছেলেবেলার ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেন তিনি।
ম্যাচের ১৮ মিনিটেই গোল করে চেলসিকে এগিয়ে নেন পেদ্রো। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে জাল খুঁজে নেন তিনি। ছোটবেলায় ফ্লুমিনেন্সের হয়েই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন এই ফরোয়ার্ড, তাই গোলের পর উদযাপন করেননি—উল্টো সাবেক ক্লাবের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাত ওপরে তুলে নীরব অভিব্যক্তি দেন।
২৬তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ফ্লুমিনেন্স। ছয় গজ বক্সের বাইরে থেকে হারকিউলিসের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া। এরপর ৩৪ মিনিটে ফ্লুমিনেন্সের আক্রমণ রুখতে গিয়ে ডি-বক্সে বল লাগে চালাবাহর হাতে। প্রথমে পেনাল্টি দিলেও ভিএআর দেখে সিদ্ধান্ত বাতিল করেন রেফারি।
দ্বিতীয়ার্ধে আবারও নায়ক পেদ্রো। ৫৬তম মিনিটে এনসো ফের্নান্দেসের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে চমৎকার জোরালো শটে গোলের দেখা পান তিনি। বল ক্রসবারে লেগে গোললাইনের ভেতরে পড়ে। দুই হাত ওপরে তুলে একই ভঙ্গিমায় আবারও উদযাপন করেন এই স্ট্রাইকার। শেষ দিকে ফ্লুমিনেন্স বেশ কয়েকটি আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। চেলসিও রক্ষণে মনোযোগী হয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে।
চেলসি এখন অপেক্ষায় তাদের ফাইনালের প্রতিপক্ষের জন্য। আরেক সেমিফাইনালে বুধবার মুখোমুখি হবে ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ফরাসি ক্লাব পিএসজি। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে উদযাপন না করে অনন্য উদাহরণ স্থাপন করলেন হোয়াও পেদ্রো। চেলসির হয়ে আলো ছড়ালেও হৃদয়ে এখনও জায়গা করে আছে শৈশবের ফ্লুমিনেন্স।