ফ্রান্সের একটি সামরিক হেলিকপ্টার আটক করেছে মধ্য-আফ্রিকার দেশ ইকুয়াটোরিয়াল গিনি। হেলিকপ্টারটিতে ছয়জন ফরাসি সৈনিক ছিল বলে জানিয়েছে দেশটি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৯ জুলাই) ফ্রান্স জানিয়েছে, ছয় সেনা বহনকারী সামরিক হেলিকপ্টারটি ইকুয়াটোরিয়াল গিনির রাজধানী মালাবোতে অবতরণের পরপরই আটক করা হয়।
তবে আদালতের রায়ের সঙ্গে হেলিকপ্টার আটকের সম্পর্ক আছে কি না সে বিষয়ে কোনো পক্ষই কিছু বলেনি। এক টুইট বার্তায় ইকুয়াটোরিয়াল গিনির প্রেসিডেন্টের ছেলে এবং উত্তরসূরী ম্যাঙ্গু বলেন, হেলিকপ্টারটি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইকুয়াটোরিয়াল গিনির আকাশসীমা লঙ্ঘন করে বাটা বন্দরে অবতরণ করেছে। এ কারণেই এটিতে আটক করা হয়েছে।
ফ্রান্সের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল প্যাসকেল ইয়ানি বলেন, হেলিকপ্টারটিতে থাকা সেনারা নিরস্ত্র ছিল। এটি ক্যামেরুনের দোয়ালা শহর থেকে গ্যাবনের লিবরেভিলেতে অবস্থিত সামরিক ঘাঁটিতে যাচ্ছিল। পথিমধ্যে বাটায় জ্বালানি নেওয়ার জন্য যাত্রা বিরতি করেছিল। ইকুয়াটোরিয়াল গিনির ক্ষতিসাধনের উদ্দেশে এটি সেখানে অবতরণ করেনি।