ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নজরুল ইসলাম নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ২১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার মো. খোরশেদ আলমের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বরখাস্ত করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, উপজেলার সাটিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম। তিনি তার ফেসবুক আইডিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ শিক্ষাবর্ষের বার্ষিক মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত পরিচালক (পলিসি ও অপারশন) এর নাম ব্যবহার করে একটি স্বাক্ষরবিহীন পত্র এবং কিছু বার্তা তার ফেসবুক আইডি থেকে প্রচার করেন। এতে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভ্রান্তির মধ্যে ফেলেন এবং মাঠ পর্যায়ে বিভ্রান্তির সৃষ্টি করেন, যা অসদাচরণের সামিল। এ কাজ করায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালীন বিধি মোতাবেক তিনি খোরাকি ভাতা পাবেন।