ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্রীদের যৌন হয়রানি, দপ্তরি আটক
যশোরের শার্শায় সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানি ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত দপ্তরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে আটক করেছে পুলিশ। রোববার (১ অক্টোবর) দুপুরে সাড়াতলা বাজারে অভিযুক্ত দপ্তরির শাস্তির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেন ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। এ সময় ঘটনাস্থলে পুলিশ এসে তাৎক্ষণিক এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম সুমনকে আটক করে।
এদিকে মানববন্ধন চালাকালে উপস্থিত হন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি নুর মোহাম্মাদ ও ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুলসহ স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা।
মানববন্ধনে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা জানান, স্থানীয় সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী সাইফুল ইসলাম সুমন ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানি ও শ্লীলতাহানি করে আসছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম তার আপন ছোট ভাই সাইফুল ইসলাম সুমনকে আউটসোর্সিংয়ের মাধ্যমে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে নিয়োগ দেন। নিয়োগের পর থেকে তিনি কাউকে তোয়াক্কা না করে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীদের স্পর্শকাতর জায়গায় হাত দেওয়া ও অশালীন কথাবার্তা বলতেন। ভয়ভীতি দেখিয়ে ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত, জোরপূর্বক যৌন হয়রানি ও শ্লীলতাহানি করছিলেন অভিযুক্ত দপ্তরি। এ ধরনের ঘটনা ছাত্রীরা বাড়িতে জানালে প্রধান শিক্ষককে বলে ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকে।
অভিভাবকরা জানান, গত ১৮ সেপ্টেম্বর সুমনের যৌন হয়রানি ও শ্লীলতাহানির বিষয়টি এক ছাত্রী তার বাবাকে জানালে ঘটনাটি আস্তে আস্তে জানাজানি হয়। একে একে ১২ জন অভিভাবক লিখিতভাবে প্রধান শিক্ষক ও সভাপতিকে জানানোর পরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় অন্যান্য অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী ফুঁসে ওঠে। সর্বশেষ অভিযুক্ত দপ্তরি সাইফুল ইসলাম সুমনকে গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) সালাউদ্দিন রোববার দুপুরে আটক করে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি অভিযোগকারি অভিভাবকদের সাথে কথা বলেছি। অভিযুক্ত সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শার্শা থানা পুলিশ এএসএম আকিকুল ইসলাম বলেন, অভিযুক্ত সুমনকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।