গত বছর সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছিল সন্ত্রাসীরা। এক উড়ো চিঠির মাধ্যমে এই হুমকি পেয়েছিলেন তিনি। এরপর থানায় অভিযোগ জানিয়েছিল খান পরিবার। ওই ঘটনায় মহাকাল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বাই পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানা গিয়েছিল, এর পেছনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই যুক্ত আছেন।
ফের সালমানের বিরুদ্ধে সরব হয়েছেন হুমকিদাতারা। বলিউড ভাইজানকে দিচ্ছেন লাগাতার প্রাণনাশের হুমকি। আবারও ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হলো সালমানকে।
ঘটনায় অভিযুক্ত এক যুবকের বিরুদ্ধে মুম্বাই পুলিশ লুকআউট সার্কুলার (এলওসি) জারি করেছে। সন্দেহভাজন সেই যুবক ডাক্তারি বিদ্যার তৃতীয় বর্ষের ছাত্র। হরিয়ানায় তার বাড়ি, তবে ইংল্যান্ডে পড়াশোনা করেন তিনি। জানা গেছে, সালমানকে তিনি প্রাণনাশের হুমকি দিয়ে একটি ইমেল পাঠিয়েছিলেন।
যদিও সেই ছাত্রের বিস্তারিত পরিচয় পুলিশ প্রকাশ্যে আনেনি। কারণ তাকে ভারতে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে।
শিক্ষাবর্ষ শেষ করে বছর শেষে তার দেশে ফেরার কথা ছিল। পুলিশের প্রাথমিক ধারণা যে, হুমকি ইমেলটি সলমনের উদ্দেশে পাঠানো হয়েছে, সেটি নিছক রসিকতা। লরেন্স বিষ্ণোই বা গোল্ডি ব্রারের হুমকির সঙ্গে এই মেলের কোনও সংযোগ থাকার সম্ভাবনাও তারা উড়িয়ে দিয়েছে। এই যুবকই নাকি মার্চ মাসে গোল্ডি ব্রারের নাম করে সালমানকে হুমকি দিয়ে ইমেল পাঠিয়েছিলেন।
এদিকে একের পর এক হত্যার হুমকি পেয়ে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন সালমান। তাকে এখন নিরাপত্তার চাঁদরে ঢেকে রাখা হয়। যেখানেই যান সেখানেই তাকে ঘিরে বলয় তৈরি করে রাখে নিরাপত্তারক্ষীরা।